Saidpur Municipality

সৈয়দপুর পৌরসভা

*** হট লাইন নাম্বার কোভিড-১৯ সহ 999 *** পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার; ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই *** নির্ধারিত ডাস্টবিন/কন্টেইনার ছাড়া যত্রতত্র ময়লা/আবর্জনা ফেলবেন না *** স্ব-উদ্যোগে নিজ নিজ বসত বাড়ি ও প্রতিষ্ঠান পরিস্কার রাখুন *** আপনাদের বাসস্থানের আবর্জনা সঠিক স্থানে ফেলুন এবং বাড়ির আশপাশ, ঝোপঝাড়, আঙ্গিনা পরিচ্ছন্ন রাখুন ***


...

সৈয়দপুর পৌরসভা সম্পর্কে

সৈয়দপুর পৌরসভা দেশের একটি ঘন বসতিপূর্ণ শহর। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে এটির অবস্থান ৮ম। ১৮৭০ সালে সৈয়দপুর রেলওয়ে কারখানা গড়ে ওঠার জন্য শহরটি জন্ম হয়েছে। ভৌগলিক দিক থেকে বর্তমান রংপুর বিভাগের মধ্যস্থানে অবস্থিত সৈয়দপুর। রেলওয়ে কারখানার জন্য ভারতীয় উপ মহাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস শুরু হয়। মিশ্র সংস্কৃতির টাউন হিসেবে এটি দেশের মধ্যে অনন্য অবস্থানে রয়েছে। শহর হওয়ার উপযোগী বিভিন্ন দিক বিবেচনা করে ১৯৫৮ সালের ৯ এপ্রিল সৈয়দপুর পৌরসভা গঠিত হয়। পৌরসভাটির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ ডাঃ জিকরুল হক। এছাড়া পৌরসভাটির গঠনের সময় যারা ছিলেন তাদের মধ্যে হলেন শহীদ আমিনুল হক, গফ্ফার উদ্দিন, বাফাজ উদ্দিন মন্ডল প্রমুখ।

সৈয়দপুর পৌর এলাকার সরকারি চাকরীজীবীগণ ১৯৭৩ সালের জানুয়ারী মাস পর্যন্ত সিটি এলাউন্স। সৈয়দপুর রেলওয়ে কারখানা নয়, বাণিজ্যিক দিক হতে সৈয়দপুরের অবস্থান অনেক ভালো, বর্তমান রংপুর বিভাগের মধ্যে। বিভিন্ন কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের বসবাস এ শহরে। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের দিক থেকে সৈয়দপুর সমৃদ্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রসারতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর ইপিজেড তথা উত্তরা ইপিজেড প্রতিষ্ঠা করেন। এ পৌর এলাকা সৈয়দপুর রেলওয়ে কারখানা নয়, ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে। স্থাপত্যের দিক থেকে সৈয়দপুর শহরের চিনি মসজিদ অন্যতম। মিশ্র সংস্কৃতি নয়। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস এ সৈয়দপুর শহরে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের লোকজন এখানে বাস করে। এখানে মসজিদ, মন্দির ও র্গীজা প্রভৃতি ধর্মীয় উপাসনালয় রয়েছে। খ্রিষ্টানদের পৃথক পৃথক দুটি গীজা রয়েছে।

সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী মসজিদ চিনি মসজিদের পাশে অবস্থিত খ্রিষ্টানদের কবরস্থান। এ শহরে মুসলমান দুটো বড় কবরস্থান রয়েছে। এটি হলো পৌর ৮নং ও ৯নং ওয়ার্ডে অবস্থিত হাতিখানা কবরস্থান এবং ২নং ওয়ার্ডে অবস্থিত গোলাহাট কবরস্থান।

বর্তমানে সৈয়দপুরকে শিক্ষা নগরী হিসেবে অবহিত করা হয়। সৈয়দপুর পৌরসভার জনপ্রিয় কর্মসূচী পৌর জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা । মূলত এ স্কলার্সশিপ এক্সামিনেশন চালু হওয়ার পর থেকে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলে সৈয়দপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ড পর্যায়ে শীর্ষস্থান দখল করে। এ কারণে আশেপাশের জেলা উপজেলাগুলো হতে অনেকে বসবাস করতে আসে। এখনকার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুবাদে শুরু হয় জেলা সদর ছাড়াও অন্যান্য জেলা ও উপজেলার মানুষের বসবাস।

সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর সেনানিবাস প্রভৃতি সৈয়দপুর শহরকে করেছে আরও সমৃদ্ধ।

বর্তমানে সৈয়দপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব রাফিকা আকতার জাহান। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি সৈয়দপুর নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হতে পৌরসভার মেয়র নির্বাচিত হন। এ পৌরসভার আয়তন ৩৪.৪৩ বর্গ কিলোমিটার।



যোগাযোগের ঠিকানা


©2024 Saidpur Municipality, All Rights Reserved.

Developed by SMS SOLUTIONBD